বাংলা
সাহিত্য থেকে ১০০ টি তুলনামূলক কঠিন প্রশ্নের নমুনা:
বাংলা সাহিত্য
থেকে বাছাই
করা মোট
১০০ টি
এমসিকিউ দেয়া
হল ।
প্রতি ১০
টি প্রশ্নের
পর পর
উত্তর দেওয়া
আছে। এই
প্রশ্নগুলো পিএসসি
নির্ধারিত ১১
জন কবি-সাহিত্যিক
ও তাদের
রচনাবলী থেকে
নেওয়া হয়েছে।
নিচের প্রশ্নগলো
গুরত্ব সহকারে
পড়ে নিন।
ক) ৬ষ্ঠ খ) ৭ম
গ) ৮ম ঘ) ৯ম
২। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম কী?
ক) ভবচচাঁদ বন্দ্যোপাধ্যায়
খ) ঠাকুরচাঁদ বন্দ্যোপাধ্যায়
গ) ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়
ঘ) কোনটিই নয়
৩। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে সংস্কৃত কলেজে ভর্তি হন?
ক) ১৮২৯ সালে খ) ১৮৩০ সালে
গ) ১৮২৮ সালে ঘ) ১৮৩৩ সালে
৪। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের দায়িত্ব থেকে ইস্তফা দেন কেন?
ক) কলেজের দায়িত্ব নিতে চাননি বলে
খ) কলেজের শিক্ষকদের রক্ষণশীল ভূমিকার কারণে
গ) কলেজের শিক্ষার্থীদের বেয়াদবির কারণে
ঘ) ফোর্ট উইলিয়াম কলেজে চাকুরী পেয়েছিলেন বলে
৫। শিক্ষার্থীদের জন্য আদর্শ বাংলা বই পাওয়া যায় কোন বইটি প্রকাশের মাধ্যমে?
ক) বর্ণ পরিচয়
খ) ব্যাকরণ কৌমুদী
গ) আলালের ঘরের দুলাল
ঘ) কথামালা
৬। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন বই এ কোপার্নিকাস, গ্যালিলিও, নিউটনের (মোট ষোল জন) মতো বিজ্ঞানীদের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন?
ক) চরিতাবলী খ) জীবনচরিত
গ) কথামালা ঘ) বোধদয়
৭। কোন গ্রন্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নীতিমূলক গল্প সংগ্রহ করেছেন?
ক) চরিতাবলী খ) জীবনচরিত
গ) কথামালা ঘ) বোধদয়
৮। রক্ষণশীল আইনের বিরোধীতা করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সরকারের নিকট মোট কতটি পত্র পাঠান ?
ক) ২০ টি খ) ২৫ টি
গ) ২৮ টি ঘ) ৩৫ টি
৯। দয়া ও মানবিকতার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী উপাধি পান?
ক) হাতেম তাই খ) দয়ার সাগর
গ) দান সাগর ঘ) করুণা সাগর
১০। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বোধদয় গ্রন্থ শুরু করেন –
ক) গীতার শ্লোক দিয়ে
খ) পদার্থের সঙ্গা দিয়ে
গ) বিধবা বিবাহের পক্ষে যুক্তি দিয়ে
ঘ) সরকারের সমালোচনা করে
১। (গ) ২। (গ) ৩। (ক) ৪। (খ) ৫। (ক) ৬। (ক) ৭। (গ) ৮। (গ) ৯। (ঘ) ১০। (খ)
১১। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম আনুষ্ঠানিক স্কুল জীবনের সূচনা হয় –
ক) কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে
খ) সংস্কৃত কলেজে
গ) ফোর্ট উইলিয়াম কলেজে
ঘ) বেথুন কলেজে
১২। রবীন্দ্রনাথ ঠাকুর পিতার সাথে প্রথম হিমালয় ভ্রমণ করেন কত সালে?
ক) ১৮৭০ সালে খ) ১৮৭২ সালে
গ) ১৮৭৩ সালে ঘ) ১৮৭৫ সালে
১৩। কারও কারও মতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা “ভারতভূমি” ১৮৭৩ সালে কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
ক) বঙ্গদর্শন খ) জ্ঞানাঙ্কুর
গ) প্রতিবিম্ব ঘ) গ্রামবার্তা
১৪। মৃণালিনী দেবী রায়চৌধুরীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ ১৮৮৩ সালের কত তারিখে হয় ?
ক) ৯ জানুয়ারি খ) ৯ এপ্রিল
গ) ৯ অগাস্ট ঘ) ৯ ডিসেম্বর
১৫। বাংলাদেশের কোন স্মৃতি বিজড়িত এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির জন্য ঘুরে বেড়ান ?
ক) কালিগ্রাম খ) সখিপুর
গ) টুনির হাট ঘ) ব্যারিস্টার বাজার
১৬। কোন নদীবক্ষে নৌকায় চড়ে বেড়ানোর সময়, নদীবক্ষের বালুচর, কাশবন, সূর্যোদয়-সূর্যাস্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয়কে আলোড়িত করে এবং তা কবির কাব্যে স্থান পায় ?
ক) পদ্মা খ) মেঘনা
গ) যমুনা ঘ) তিতাস
১৭। চিত্রা, চৈতালি, কল্পনা, ক্ষণিকা কবিগুরু কোথায় বসে লেখেন?
ক) শিলাইদহ খ) শাহজাদপুর
গ) পতিসর ঘ) কলকাতা
১৮। কার প্রেরণায় রবীন্দ্রনাথ ঠাকুর শিবাজী উতসব কবিতা রচনা করেন?
ক) বালগঙ্গাধর তিলক খ) দীনবন্ধু মিত্র
গ) চিত্তরঞ্জন দাস ঘ) মাহাত্মা গান্ধী
১৯। রবীন্দ্রনাথ ঠাকুর তার দেশ ও সমাজকে আত্মনির্ভরশীল করে তোলার বিস্তৃত কর্মসূচি তুলে ধরেন-
ক) স্বদেশী সমাজ প্রবন্ধে খ) ঘরে-বাইরে উপন্যাসে
গ) গুপ্তধন ছোটগল্পে ঘ) সুভা ছোটগল্পে
২০। শিলাইদহের বাস তুলে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে যান কত সালে?
ক) ১৯০০ সালে খ) ১৯০১ সালে
গ) ১৯০২ সালে ঘ) ১৯০৫ সালে
১১। (ক) ১২। (গ) ১৩। (ক) ১৪। (ঘ) ১৫। (ক) ১৬। (ক)
১৭। (ক) ১৮। (ক) ১৯। (ক) ২০। (খ)
২১। শান্তি নিকেতন বিদ্যালয়ের যাত্রা শুরু হয় কতজন ছাত্র নিয়ে ?
ক) ৫ জন খ) ১০ জন
গ) ১৫ জন ঘ) ২০ জন
২২। শান্তি নিকেতন বিদ্যালয়ের প্রথম ছাত্রের নাম কী?
ক) রথীন্দ্রনাথ ঠাকুর খ) অবনিন্দ্রনাথ ঠাকুর
গ) উপেন্দ্রকিশোর রায় ঘ) সুকুমার রায়
২৩। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়, তিনি কে ছিলেন?
ক) একজন কবি খ) একজন দার্শনিক
গ) একজন বৈজ্ঞানিক ঘ) একজন সন্ন্যাসী
২৪। নজরুল রাজবন্দীর জবানবন্দী দিয়ে কত দিন কারাগারে অনশন করেন?
ক) ৩০ দিন খ) ৪০ দিন
গ) ৫০ দিন ঘ) ৬০ দিন
২৫। রুটির দোকানে চাকুরী করার সময় নজরুলের আসানসোলের দারগার সাথে দেখা হয়, দারোগার নাম কী?
ক) রফিজউল্লাহ খ) রাজিউদ্দিন
গ) সরফরাজ ঘ) রহমত উল্লাহ
২৬। পত্রের মাধ্যমে নজরুলের “খেয়া পাড়ের তরণী” ও বাদল প্রাতের শরাব” কবিতাদুটির উচ্ছ্বসিত প্রশংসা করেন কে?
ক) মোহিতলাল মজুমদার খ) মোতাহার হোসেন চৌধুরী
গ) নার্গিস ঘ) আশালতা সেনগুপ্ত দুলী
২৭। নজরুল শান্তি নিকেতনে কবিগুরুর সাথে কত সালে সাক্ষাত করেন?
ক) ১৯২০ সালে খ) ১৯২১ সালে
গ) ১৯২২ সালে ঘ) ১৯২৩ সালে
২৮। নজরুল কুমিল্লায় কার বাড়িতে আসেন?
ক) বিরজাসুন্দরী দেবীর বাসায়
খ) প্রমীলা দেবীর বাসায়
গ) নার্গিসের বাসায়
ঘ) আলী আকবর খানের বাসায়
২৯। “জাতের নামে বজ্জাতি সব জাল-জালিয়াত খেলছে জুয়া”- নজরুল এ গানটি কোন জেলে বসে লিখেছেন?
ক) বর্ধমান জেলে খ) হুগলী জেলে
গ) আসানসোল জেলে ঘ) মুর্শীদাবাদ জেলে
৩০। ১৯২৫ সালে নজরুলের গানের প্রথম রেকর্ড প্রকাশিত হয় কোন থেকে-
ক) এইচ এম ভি খ) এইচ আই ভি
গ) এইচ ডব্লিউ ভি ঘ) কোনটিই নয়
২১। (ক) ২২। (ক) ২৩। (ঘ) ২৪। (খ) ২৫। (ক) ২৬। (ক)
২৭। (খ) ২৮। (ক) ২৯। (খ) ৩০। (ক)
৩১। বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়ের “বঙ্গদর্শনের” আয়ুষ্কাল (কতদিন পর পত্রিকাটি বন্ধ হয়ে যায়) কতদিন ছিল?
ক) ৪ বছর খ) ৫ বছর
গ) ৬ বছর ঘ) ৭ বছর
৩২। ১৮৮০ সালের দিকে বঙ্কিমচন্দ্র কি করেন?
ক) পুরোদমে সাহিত্যচর্চা আরম্ভ করেন
খ) সাহিত্যচর্চার চেয় ধর্মচর্চা প্রতি বেশি ঝুঁকে পড়েন
গ) চাকুরীতে গভীর মনোনিবেশ করেন
ঘ) কোনটিই নয়
৩৩। বঙ্কিমচন্দ্র বিশ্বাস করতেন যে, হিন্দু-মুসলমান সুসম্পর্ক হওয়া ____
ক) অসম্ভব খ) অসম্ভব
গ) শর্ত মেনে সম্ভব ঘ) কোনটিই নয়
৩৪। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ ও গ্রন্থে ব্যবহৃত “বন্দে মাতরম”, “ মৃতৃভূমি”, “স্বরাজ” প্রভৃতি শ্লোগান কারা বেশী ব্যবহার করেন?
ক) হিন্দু জঙ্গিরা খ) হিন্দু ব্রাহ্মণরা
গ) হিন্দু জমিদাররা ঘ) কোনটিই নয়
৩৫। ১৮৫২ সালে কোন পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে বঙ্কিম চন্দ্র চট্টপাধ্যায় সাহিত্যচর্চা শুরু করেন?
ক) জ্ঞানাঙ্কুর খ) সংবাদ কৌমুদী
গ) সংবাদ প্রভাকর ঘ) দিক দর্শন
৩৬। বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় দুর্গেশনন্দিনীর কতটি সংস্করণ বের হয়?
ক) ৭ টি খ) ৯ টি
গ) ১৩ টি ঘ) ১৫ টি
৩৭। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসটি সমালোচক মহলে উচ্চ-প্রশংসিত হয়?
ক) দুর্গেশনন্দিনী খ) কপালকুন্ডলা
গ) মৃণালিনী ঘ) রাধারাণী
৩৮। নিচের কোনটি ঐতিহাসিক অনু-উপন্যাস ?
ক) ইন্দিরা খ) কপালকুন্ডলা
গ) যুগলাঙ্গরীয় ঘ) চন্দ্রশেখর
৩৯। কোন উপন্যাসটি ছিয়াত্তরে মন্বন্তরের পটভূমিকায় সন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত?
ক) ইন্দিরা খ) কপালকুন্ডলা
গ) আনন্দমঠ ঘ) চন্দ্রশেখর
৪০। মাইকেল মধুসূদন দত্তের বাবা পেশায় ছিলেন-
ক) জমিদার খ) উকিল
গ) ম্যাজিস্ট্রেট ঘ) ডাক্তার
(খ)
৩১। (ক) ৩২। (খ) ৩৩। (খ) ৩৪। (ক) ৩৫। (গ) ৩৬। (গ) ৩৭। (খ) ৩৮। (গ) ৩৯। (গ) ৪০। (খ)
৪১। নারীশিক্ষা বিষয়ক প্রবন্ধ রচনা করে স্বর্ণপদক লাভ করেন কখন?
ক) হিন্দু কলেজে অধ্যয়ন কালে খ) বিলেতে সাহিত্যচর্চার সময়
গ) বিলেত ফেরতের পায় ঘ) স্বর্ণপদক পাননি
৪২। মাইকেল মধুসূদন দত্ত মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত হাইস্কুলে শিক্ষকতা করেন কখন?
ক) ১৮৪৮-১৮৫২ সাল পর্যন্ত খ) ১৮৫২-১৮৫৬ সাল পর্যন্ত
গ) ১৮৫৬-১৮৬০ সাল পর্যন্ত ঘ) কোনটিই নয়
৪৩। মাইকেল মধুসূদন দত্ত কখন সাংবাদিক ও কবি হিসেবে খ্যাতি লাভ করেন?
ক) হিন্দু কলেজে অধ্যয়ন কালে খ) বিলেতে সাহিত্যচর্চার সময়
গ) বিলেত ফেরতের পায় ঘ) মাদ্রাজে শিক্ষকতা করার সময়
৪৪। মাইকেল মধুসূদন দত্ত কোন পত্রিকাটির সম্পাদনা করেন?
ক) Eastern Guardian খ) Guardian
গ) Times ঘ) Erasion Times
৪৫। Visions of the Past বইটি মাইকেল কখন প্রকাশ করেন?
ক) হিন্দু কলেজে অধ্যয়ন কালে খ) বিলেতে সাহিত্যচর্চার সময়
গ) বিলেত ফেরতের পায় ঘ) মাদ্রাজে অবস্থানকালে
৪৬। মাইকেল মধুসূদন দত্ত বাংলায় উপর্যুক্ত নাটকের অভাব কখন বুঝতে পারেন?
ক) রামনারায়ণ তর্করত্নের “রত্নাবলী” নাটক ইংরেজিতে অনুবাদের সময়
খ) প্যারীচাঁদ মিত্রের “আলালের ঘরের দুলাল” নাটক ইংরেজিতে অনুবাদের সময়
গ) বিদেশী নাটকের সাহিত্যগুণ গবেষণা করে
ঘ) কোনটিই নয়
৪৭। কোন পরিস্থিতিতে মাইকেল মধুসূদন দত্তের বাংলা সাহিত্যাঙ্গনে পদার্পণ ঘটে?
ক) বেলগাছিয়া থিয়েটারের সাথে জড়িত হবার পর
খ) বিলেতে অবস্থান কালে
গ) হিন্দু কলেজে পড়ার সময়
ঘ) কোনটিই নয়
৪৮। কোনটি রচনাকালে মাইকেল মধুসূদন দত্ত উনিশ শতকের বাঙ্গালির নবজাগরণের শ্রেষ্ঠ কবির মর্যাদা লাভ করেন?
ক) শর্মিষ্ঠা খ) পদ্মবতী
গ) মেঘনাদ বধ কাব্য ঘ) চতুর্দশপদী কবিতাবলী
৪৯। রাজপুতদের উপাখ্যান অবলম্বনে রচিত নাটক কোনটি ?
ক) ব্রজাঙ্গনা খ) শর্মিষ্ঠা
গ) কৃষ্ণকুমারী ঘ) মায়াকানন
৫০। দেলদুয়ার স্টেটের ম্যানেজার ছিলেন কে?
ক) মা্ইকেল মধূসূদন দত্ত খ) মীর মশাররফ হোসেন
গ) বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায় ঘ) কেউ না
৪১। (ক)
৪২। (খ)
৪৩। (ঘ)
৪৪। (ক)
৪৫। (ঘ)
৪৬। (ক)
৪৭। (ক)
৪৮। (গ)
৪৯। (গ)
৫০। (খ)
৫১। কাঙ্গাল হরিনাথ কার সাহিত্যগুরু ছিলেন?
ক) বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়
খ) মীর মশাররফ হোসেন
র্গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) মাইকেল মধুসূদন দত্ত
৫২। কোন নাটকটি নওয়াব আব্দুল লতিফকে উতসর্গ করা হয়?
ক) বসন্তকুমারী নাটক
খ) রত্নাবতী
গ) কমলাকান্তের দপ্তর
ঘ) ক্ষণিকা
৫৩। কোনটি রচনার কারণে মীর মশাররফ হোসেন মামলায় জড়িয়ে পড়েন?
ক) বসন্তকুমারী নাটক
খ) রত্নাবতী
গ) গো-জীবন
ঘ) গোরাই ব্রীজ ও গৌরী সেতু
৫৪। নীলকরদের অত্যাচারের কাহিনী সুন্দরভাবে রূপায়িত হয়েছে কোন গ্রন্থে ?
ক) বসন্তকুমারী নাটক
খ) উদাসীন পথিকের মনের কথা
গ) গো-জীবন
ঘ) গোরাই ব্রীজ ও গৌরী সেতু
৫৫। জমিদার দর্পণ নাটকটির পটভূমি কী ?
ক) ১৮৭২-৭৩ সালে সিরাজগঞ্জে সংঘটিত কৃষক-বিদ্রোহের পটভূমিকায় রচিত
খ) নীলকরদের অত্যাচারের পটভূমিকায় রচিত
গ) বার-ভূইঞাদের সমালোচনা করে রচিত
ঘ) রাজা গৌরগোবিন্দের অত্যাচারের কাহিনী তুলে ধরে রচিত
৫৬। কোন প্রবন্ধটি রচনার কারণে মীর মশাররফ হোসেন স্বসমাজ হতে নিগৃহীত হন ?
ক) বসন্তকুমারী নাটক
খ) গোকুল নির্মূল আশঙ্কা
গ) গো-জীবন
ঘ) গোরাই ব্রীজ ও গৌরী সেতু
৫৭। কালাচঁদ কার পিতার নাম ?
ক) দীনবন্ধু মিত্র
খ) বঙ্কিম চন্দ্র চট্টপাধ্যায়
গ) শরত চন্দ্র চট্টপাধ্যায়
ঘ) প্যারীচাঁদ মিত্র
৫৮। গন্ধর্ব নারায়ণ কার পিতৃদত্ত নাম ?
ক) দীনবন্ধু মিত্র
খ) বঙ্কিম চন্দ্র চট্টপাধ্যায়
গ) শরত চন্দ্র চট্টপাধ্যায়
ঘ) প্যারীচাঁদ মিত্র
৫৯। মাত্র ৪৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন কে?
ক) দীনবন্ধু মিত্র
খ) বঙ্কিম চন্দ্র চট্টপাধ্যায়
গ) শরত চন্দ্র চট্টপাধ্যায়
ঘ) প্যারীচাঁদ মিত্র
৬০। নীল দর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেন কে?
ক) দীনবন্ধু মিত্র
খ) বঙ্কিম চন্দ্র চট্টপাধ্যায়
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) প্যারীচাঁদ মিত্র
৫১। (খ) ৫২। (ক) ৫৩। (গ) ৫৪। (খ) ৫৫। (ক) ৫৬। (খ) ৫৭। (ক) ৫৮। (ক) ৫৯। (ক) ৬০। (গ)
৬১। উনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরা পান ও বেশ্যা বৃত্তি যুবকদের জীবনে বিপর্যয় সৃষ্টি করলে কোন প্রহসনটি রচনা করা হয়?
ক) বিয়ে পাগল বুড়ো
খ) জামাই বারিক
গ) সধবার একাদশী
ঘ) বুড়ো শালিকের ঘারে রোঁ
৬২। কলকাতার ১৩ নং ওয়ালীউল্লাহ লেনে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের যাত্রা শুরু হয়-
ক) ৮ জন ছাত্রী নিয়ে
খ) ১০ জন ছাত্রী নিয়ে
গ) ১ জন ছাত্রী নিয়ে
ঘ) অগণিত ছাত্রী নিয়ে
৬৩। বেগম রোকেয়া সাখাওয়াতের প্রথম লেখা কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
ক) সওগাত
খ) সমকাল
গ) নবনূর
ঘ) মোহাম্মদী
৬৪। মাত্র তের বছর বয়সে প্রথম কাব্য প্রকাশিত হয় কোন কবির ?
ক) কায়কোবআদ
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) বেগম রোকেয়া
ঘ) মাইকেল মধূসূদন দত্ত
৬৫। কায়কোবাদের মহাকাব্য রচনার আদর্শ কে ছিলেন?
ক) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ) নবীনচন্দ্র
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) মীর মশাররফ হোসেন
৬৬। মহাশ্মশান মহাকাব্যের খন্ড ও সর্গ কতটি?
ক) ৩ টি ও ২৯ টি
খ) ৩ টি ও ২৪ টি
গ) ৩ টি ও ৬০ টি
ঘ) ৪ টি ও ৬০ টি
৬৭। ফররুখ আহমেদের পিতা খান সাহেব সৈয়দ হাতেম আলী পেশায় ছিলেন একজন-
ক) উকিল
খ) পুলিশ ইনস্পেক্টর
গ) জজ
ঘ) ডাক্তার
৬৮। ছাত্রাবস্থায় এম এন রায়ের র্যাসডিকেল মানবতাবাদের প্রতি আকৃষ্ট হয়ে বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েন কে?
ক) কাজী নজরুল ইসলাম
খ) মীর মশাররফ হোসেন
গ) ফররুখ আহমদ
ঘ) কায়কোবাদ
৬৯। “সাত সাগরের মাঝি” কাব্যগ্রন্থে কতটি কবিতা স্থান পায় ?
ক) ১৫ টি
খ) ১৭ টি
গ) ১৯ টি
ঘ) ২৩ টি
৭০। ফররুখ আহমদ কত সালে মরণোত্তর একুশে পদক লাভ করেন?
ক) ১৯৭৬ সালে
খ) ১৯৭৭ সালে
গ) ১৯৯১ সালে
ঘ) ২০০১ সালে
৬১। (গ) ৬২। (ক) ৬৩। (গ) ৬৪। (ক) ৬৫। (খ) ৬৬। (গ) ৬৭। (খ) ৬৮। (গ) ৬৯। (গ) ৭০। (খ)
৭১। মাতৃভক্তি, পিতৃভক্তি, ভ্রতৃস্নেহ, গুরুভক্তি, আতিথেয়তা, পরোপকার এবং সাধুতার পুরস্কার কোন গ্রন্থের গল্পসমূহের শিরোনাম?
ক) কথামালা
খ) বোধদয়
গ) জীবনচরিত
ঘ) চরিতাবলী
৭২। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্বে কে ইংরেজির অনুসরণে যতিচিহ্নের ব্যবহার করেন ?
ক) অক্ষয়কুমার দত্ত
খ) রাম নারায়ণ তর্করত্ন
গ) বঙ্কিমচন্দ্র চট্টপাধ্যায়
ঘ) ঈশ্বর গুপ্ত
৭৩। রাজা রামমোহন রায় ঠাকুর পরিবারের কার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন?
ক) দ্বারকানাথ ঠাকুর
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) অবনিন্দ্রনাথ ঠাকুর
ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুর
৭৪। রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যোষ্ঠ ভ্রাতার নাম কী?
ক) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
খ) সতেন্দ্রনাথ ঠাকুর
গ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
ঘ) অবনিন্দ্রনাথ ঠাকুর
৭৫। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ভাই আইসিএস অফিসার ছিলেন?
ক) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
খ) সতেন্দ্রনাথ ঠাকুর
গ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
ঘ) অবনিন্দ্রনাথ ঠাকুর
৭৬। ১৮৭৮ সালে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভায়ের সাথে লন্ডনে যান?
ক) দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
খ) সতেন্দ্রনাথ ঠাকুর
গ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
ঘ) অবনিন্দ্রনাথ ঠাকুর
৭৭। রবীন্দ্রানথ ঠাকুরের “বাল্মীকিপ্রতিভা” কোন ধরণের রচনা?
ক) কাব্যগ্রন্থ
খ) উপন্যাস
গ) গীতিনাট্য
ঘ) নাট্যকাব্য
৭৮। রবীন্দ্রনাথ ঠাকুর ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে যে পত্রাবলী লিখেছিলেন, তার ছিন্নপত্র ও ছিন্নপত্রাবলী নামে সংকলিত হয়। ইন্দিরা দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের কে ছিলেন?
ক) স্ত্রী
খ) প্রেমিকা
গ) ভ্রাতুষ্পুত্রী
ঘ) দূর সম্পর্কের আত্মীয়া
৭৯। রবীন্দ্রপ্রতিভার পূর্ণ দীপ্তির বিচ্ছুরণ ঘটায় কোন পত্রিকা –
ক) সাধনা
খ) নবদূত
গ) নবনূর
ঘ) সংবাদ প্রভাকর
৮০। কোন প্রবন্ধে বরীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম করার প্রস্তাব করেন?
ক) সভ্যতার সঙ্কট
খ) কালান্তর
গ) শিক্ষার হেরফের
ঘ) কল্পনা
৭১। (ক) ৭২। (ক) ৭৩। (ক) ৭৪। (ক) ৭৫। (খ) ৭৬। (খ) ৭৭। (গ) ৭৮। (গ) ৭৯। (ক) ৮০। (গ)
৮১। রবীন্দ্রনাথ ঠাকুর পারস্য ও ইরাকে যান কতসালে?
ক) ১৯৩০ সালে
খ) ১৯৩২ সালে
গ) ১৯৩৪ সালে
ঘ) ১৯৫০ সালে
৮২। কাজী নজরুল ইসলাম চলচ্চিত্রের সাথে যুক্ত হন কত সালে?
ক) ১৯৩০ সালে
খ) ১৯৩২ সালে
গ) ১৯৩৪ সালে
ঘ) ১৯৫০ সালে
৮৩। কবি নজরুল ইসলাম অভিনীত প্রথম চলচ্চিত্রের মোট ১৮ টি গানের কত গানের গীতিকার ও সুরকার কবি নিজেই ছিলেন?
ক) ১০ টি
খ) ১৫ টি
গ) ১৭ টি
ঘ) ১৮ টি
৮৪। রবীন্দ্রনাথ নিজের আঁকা ছবিগুলোকে কী বলেছেন?
ক) প্রথম বিকেলের প্রিয়া
খ) শেষ বয়সের প্রিয়া
গ) বনলতাসেন
ঘ) কুহেলিকা
৮৫। রবীন্দ্রনাথের পরিবারের বংশের নাম কি ছিল ?
ক) পিরালি ব্রাহ্মণ
খ) কুশারী
গ) ঠাকুর
ঘ) চ্যাটার্জি
৮৬। ”এই কথাটি মনে রেখো /তোমাদের এই হাসি খেলায় / আমি এ গান গেয়েছিলেম/ জীর্ণ পাতা ঝরার বেলায়”। এই পঙ্কতিগুলো বাসন্তিকা গীতিকবিতার। এই গীতিকবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর কেন রচনা করেছিলেন?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীদের অনুরোধে
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হলের শিক্ষার্থীদের অনুরোধে
গ) গান্ধীজির অনুরোধে
ঘ) কাজী নজরুল ইসলামের অনুরোধে
৮৭। রবীন্দ্রনাথের চৈনিক নাম কি?
ক) চু চেন তান।
খ) চুং জে হুং
গ) চুং তান তান
ঘ) চুং হুং পিং
৮৮। বাংলা সাহিত্যে মধুকবি নামে পরিচিত কে?
ক) রবীন্দ্রনাথ
খ) কাজী নজরুল ইসলাম
গ) সতেন্দ্রনাথ
ঘ) মাইকেল মধুসূদন
৮৯। গাইব মা বীররসে ভাসি মহাগীত । – কে বলেছেন ?
ক) মীর মশাররফ হোসেন
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) বঙ্কিম চন্দ্র চট্টপাধ্যায়
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
৯০। “সমুদ্রতীরের শ্মশানে দীর্ঘশ্বাস ফেলিয়া কাব্যের উপসংহার করেছেন।” মেঘনাদ বধ সম্পর্কে কে বলেছেন?
ক) কায়কোবাদ
খ) কাজী নজরুল ইসলাম
গ) কাজী মোতাহার হোসেন
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
৮১। (খ) ৮২। (গ) ৮৩।(গ) ৮৪। (খ) ৮৫। (ক) ৮৬। (ক) ৮৭। (ক) ৮৮। (ঘ) ৮৯। (খ) ৯০। (গ)
৯১। কোন গ্রন্থটিকে আঙ্কেল টমস কেবিনের সাথে তুলনা করা হয় ?
ক) রত্নাবতী
খ) মতিচুর
গ) নীল দর্পণ
ঘ) গীতাঞ্জলি
৯২। ব্রহ্মরাজকুমারী রণকল্যাণী কোন নাটকটির চরিত্র ?
ক) নবীন-তপস্বিনী
খ) কমলে কামিনী
গ) নীল দর্পন
ঘ) জমিদার দর্পণ
৯৩। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে স্বাধীন মত প্রকাশের জন্য উতসাহিত করেন কে?
ক) মোহাম্মদ নাসির উদ্দিন
খ) শামসুন্নাহার
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) কাজী মোতাহার হোসেন
৯৪। “ডেলিসিয়া হত্যা গল্প বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কোন গ্রন্থে স্থান পেয়েছে?
ক) অবরোধবাসিনী
খ) পদ্মরাগ
গ) মতিচূর
ঘ) সুলতানার স্বপ্ন
৯৫। ১৯৩২ সালে কলকাতায় অনুষ্ঠিত “বঙ্গিয় মুসলিম সাহিত্য সম্মেলনের” মূল অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন কে?
ক) কায়কোবাদ
খ) কাজী নজরুল ইসলাম
গ) কাজী মোতাহার হোসেন
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
৯৬। ফররুখ আহমদ কাকে তার সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটি উতসর্গ করেন?
ক) রবীন্দ্রনাথ ঠাকুরকে
খ) পারস্যের কবি হাফিজকে
গ) আল্লামা ইকবালকে
ঘ) শেখ শাদীকে
৯৭। হাবেদা মরুর কাহিনী কাব্যগ্রন্থটির লেখক কে?
ক) কায়কোবাদ
খ) কাজী নজরুল ইসলাম
গ) ফররুখ আহমদ
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
৯৮। গীতিকবিতা ও কাহিনীকাব্য- এ দুটি ধারায় কাব্য রচনা করেন কে?
ক) কায়কোবাদ
খ) কাজী নজরুল ইসলাম
গ) ফররুখ আহমদ
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
৯৯। “আমার জীবনীর জীবনী বিবি কুলসুম” – গ্রন্থটি কে রচনা করেন?
ক) কায়কোবাদ
খ) কাজী নজরুল ইসলাম
গ) মীর মশাররফ হোসেন
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
১০০। মাইকেল মধুসূদন দত্তের অসমাপ্ত নাটক মায়াকানন সমাপ্ত করেন কে?
ক) শচীন দেব বর্মণ
খ) দীনবন্ধু মিত্র
গ) ভুবনচন্দ্র মুখোপাধ্যায়
ঘ) হরপ্রাসাদ শাস্ত্রী
৯১। (গ) ৯২। (গ) ৯৩। (ক) ৯৪। (গ) ৯৫। (ক) ৯৬। (গ) ৯৭। (গ) ৯৮। (ক) ৯৯। (গ) ১০০। (গ)
“আপনিতো জানলেন, এখন শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিন”
Post A Comment:
0 comments: