প্রাথমিকের প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষক যেহেতু একই পরিবারে
বরাবরের মতই বলতে হচ্ছে, জাতি গড়ার কারিগর আজ চরম অবহেলিত!
নতুন পে-স্কেলে চরম বৈষম্যের শিকার হয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। এই পে-স্কেলে কোথাও সিনিয়র শিক্ষকগণ জুনিয়র হয়েছেন, আবার কোথাও জুনিয়র শিক্ষকগণ সিনিয়র হয়েছেন। অতঃপর যাঁরা টাইমস্কেল প্রাপ্ত ছিলেন তাঁরা টাইমস্কেল পেলেন না, নতুন এই পে-স্কেল ঘোষণার আইনি কারনে। কিন্তু এই নতুন পে-স্কেলে যে আইনি কারনে টাইমস্কেল প্রাপ্ত প্রধান শিক্ষকগণ টাইমস্কেল পেলেন না, দেখা গেল সে একই আইনি কারনে উচ্চতর গ্রেড প্রাপ্ত হলেও তাও আবার তাঁরা পেলেন না। তাহলে এটা কোন ধরনের পে-স্কেল ঘোষণা করা হলো !? তা আমার নিকট আজও বোধগম্য নই!!
অতীতে মানববন্ধন, সাংবাদিক সম্মেলন, স্মারকলিপি প্রদান, কর্মবিরতি, চেয়ার বর্জন বা কালো ব্যাচ ধারনসহ কত কর্মসূচিই না পালন করেছি। যদিও এসব আন্দোলনে বা কর্মসূচীতে আমাদের অাশানুরুপ ফল তেমন একটা হয়নি বললে ভুল হবে। ফল পেয়েছি বেশ কয়েকটি চিঠি বা পরিপত্র! যার কার্যক্রমের আজও কোনো কিছু দেখলাম না! দেখলাম শুধু আমাদেরকে দিয়ে করা কাজ আর কাজ। তারপরেও সরকারি একজন চাকুরিজীবী শিক্ষক হিসেবে কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক যথাসময়ে, যথাসাধ্যভাবে আমাদের নিকট অর্পিত কাজগুলো আমরা করে যাচ্ছি। কিন্তু পক্ষান্তরে আমরা আমাদের ন্যায্য অধিকার হতে ঠিকই বঞ্চিত রয়ে গেলাম।
তবে হ্যাঁ আপাতত একটি সমস্যার সমাধান হয়েছে। তা হচ্ছে করেস্পোন্ডিং স্কেলের সমস্যার সমাধান। এতে আমরাও খুশি। কারন সিনিয়র প্রধান শিক্ষকগণ অন্তত আর্থিক ক্ষতি থেকে বাঁচলেন। কিন্তু পক্ষান্তরে বলতে হচ্ছে ১০ম গ্রেড না হলে চরম বৈষম্যের শিকার হবেন দেশের প্রায় ৯০% প্রধান শিক্ষকগণ।
তাই সর্বোপরি সকল বিষয়ে কর্তপক্ষ আন্তরিক সুদৃষ্টি দিয়ে প্রাথমিক শিক্ষকের সকল সমস্যার সমাধানের জন্য একটি সুন্দর দৃষ্টান্তমূলক উদ্দ্যেগ গ্রহণ করবেন এমনটিই প্রত্যাশা করছি।
বিঃদ্রঃ প্রাথমিকের প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষক যেহেতু একই পরিবারে (শিক্ষক পরিবার) অন্তর্ভুক্ত, সেহেতু আমার দৃষ্টিভঙ্গিতে একে অপরের পরিপূরক। তাই একে অপরের প্রতি (যে যেভাবেই পারেন) সকল সমস্যার সমাধানের দিক দিয়ে একে অন্যকে সহযোগিতা করা উচিত্ বলে মনে করছি।
MGM Resorts, Inc. (MGM) Launches New Online Gaming
ReplyDeleteMGM Resorts International 광주광역 출장마사지 is 군산 출장안마 launching 서울특별 출장마사지 a partnership with NextGen 울산광역 출장안마 Gaming, a division 보령 출장샵 of Wynn Resorts, Inc. (WYNN:NASDAQ).